মেঘের আকার যা দেখি
সবাই নিশ্চয় তা দেখে না
শরতে যে সুগন্ধী আলো ছিটকে আসে
সকলে কি তার একই রং দেখতে পারে
হতেই পারে না
কেননা প্রতিটি নিবের নিজস্ব দাগ থাকে
যা সময়ে সময়ে হাত পাল্টালে
পাল্টে যেতে পারে মুখ
ফলে কেউ তিরস্কারে বিভীষণ বলে
কেউ বা আদুরে বিধুভূষণ
প্রতিবাদ করলে প্রতিক্রিয়াশীল
আর সমর্থন করলে
কোন একদিন জুটে যেতে পারে
ডিনামাইট ফাটানো পুরস্কার ।