ভাগ্যে বিশ্বাস করি না
তাই সৌভাগ্য বা দুর্ভাগা নামে কোন শব্দ
আমার অভিধানে খুঁজি না
তবু দুর্ভাবনা তাড়িয়ে বেড়ায় কিছু জিজ্ঞাসায়
এই যে এত জন লটারির টিকিট কাটে
কত তো চাল বেচে ফতুর হয়
হলেও কিছু ক্রেতা পায় কি ভাবে  
বার বারই পায়
টিকিট কাটলেই পায় লাখো


কিছু সাহিত্য পত্র
যেগুলি খেলার মাঠে মাস্টারি করে
কিছু লেখা লাখ টাকার হলেও
কতক তো ফতুর
এটাই হয়তো ভাগ্য !


লটারি কাটি না এমনটা নয়
তবু ভাগ্যে বিশ্বাস করে উঠতে পারি না ।