অবশেষে যুদ্ধ বিরতি হলে
আতঙ্কের রাত হল অবসান ।
চামড়ায় লেগে আছে বারুদের গন্ধ
আঙ্গুলের ফাঁকে ট্রিগারের দাগ
চোখ ঝলসানো আলোর ঝলকানি
তার সঙ্গে কিছু দূরত্বে বুক কাঁপানো শব্দ
আলো আর শব্দের মধ্যে বেগের যা কমবেশ ।
প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বা তৃতীয়
সব যুদ্ধই নিজেরা লড়ে নিই মহড়া ।
একাত্তরে বাবার হাত ধরে মাঝরাতে
বেরিয়ে এসেছিলাম খোলা আকাশে
আবার ঘরে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম
নিরাপদ স্থান নেই জেনে ।
প্রত্যেক বছরের এই যুদ্ধ যুদ্ধ শব্দ
এখন গা সয়েছে অবলীলায়
মাথাটাই কেবল সয়ে যেতে পারে নি
তাই এত আলোর মধ্যেও
অন্ধকার খুঁজে পাই
তাই এত শব্দের উত্সবে
একটাও ভালো শব্দ খুঁজে পাই না ।