শীতরেখার কাছে উত্তরে
সমুদ্রনয়না আমার এক বন্ধু আছে
ওয়ানাল্যান্ডের ভিতর মিলান্দা শহরতলী
তারে কোনদিন দেখি নি
তবু তারই কথা বলি
বহুদিন ধরে বহু দূরে বসে খোলা জানালায়
অসম লড়াই চালায় কাঁকড়ায়
কতদিন কতবার ডেকেছে ঈশারায়
গতরাতে হঠাৎ ঘরবাড়ি ছেড়ে
দিয়েছি স্বপ্নের উড়ান শীতরেখার দিকে
তারপর উড়ানজুড়ে দীর্ঘ ঘুম

চোখ খুলে দেখেছি মিষ্টি এক দেশ
নাতিশীতোষ্ণ দুপুর সকালের মতো
পাখি ডাকছে ঝকঝকে হাওয়া বইছে
বন্দর থেকে এক পথেই মনোরেল
বাস ট্যাক্সি বেশ চলে যায় অনায়াস
এই পথে মিলান্দা গ্রামে শ্যারনের ঘর
কতদিন পরে এত দূর গিয়েও হল না দেখা
ছেঁড়া স্বপ্নে ভেঙ্গে গেল সব জানালা
কেন যে এরা আপন হয়েও
হয়ে যায় পর -