টান টান রোদ্দুর এক সময়ে ঝিমিয়ে পড়ে ।
পুকুরপাড় শুনশান হয় । যখন হাহুতাস করে
শান ভাঙ্গা ঘাট , হাতে ছিপ নিয়ে ভাবি ,
কতটা পাওয়া হল , কীই বা পেলাম না ;
পাওয়ার থলি ভারি , নাকি না পাওয়ার
তালিকা দীর্ঘতর হয়েছে । দু'চার চিতল
বোয়াল বা স্বাস্থ্যবান মাগুর - এই পুকুরে
কি এটুকুই ছিল সম্পদ ! আর কোন হীরে
জহরত , মণি-মানিক্য ডুব মেরে খোঁজ
করি নি কখনো । যা পেয়েছি রসে ঝোলে
সুস্বাদু করে নিয়েছি , ভেবেছি ঘরে সবই
পাওয়া হল , আর বেরিয়ে এই ঘাটে এসে
বসলে বুঝতে পারি পাওয়া বাকি রয়ে গেল
ঠিক কতটা । তাই না পাওয়া হিসেবগুলোকে
নিয়েই ভাবতে বসি , আর ফ্যালাসিতে পড়ে
আগাপাশতলা বারবার গোলমাল হয়ে যায় ,
ভাসা ভাসা ডুবন্ত সূতোর এ ফাৎনা জীবন !