এসো
চোখে চোখ রেখে
আজ অসম্ভব কাব্য করবো


সে এক সময় ছিল
তোমার চোখে দাবানল দেখেছি
দেখেছি ডাবল ডিজিট রিখ্টার স্কেল
মনে হত আকাশ মাথার উপর নেই
মনে হত এক খন্ড ডাঙ্গার উপর দাঁড়িয়ে
ঐ বাচনভঙ্গী ঐ বল্লরী ঐ বাঁকগুলো
সেরিব্রাল স্ট্রোকটাকে ম্যাসিভ করে দিত
সত্যি বলছি বিশ্বাস করো
সে এক দুঃসময় ছিল


এসো
চোখে চোখ রেখে
দেখো নদীতে এখন অনেক পলি
পানা জমতে জমতে জল খুব ভারি
চোখের গভীরে দেখো
ফুটিফাটা ছাদে চাঁদ ভেঙ্গে টুকরো
হাহুতাশ বাতাস তুফান তুলেও
কাব্য করার কথা ভাবতে পারে না


সময়ের ফল সময়ে না পাকলে
এমন অসম্ভব কাব্যই হবে ।