পাহাড় চূড়ো থেকে আচমকা
ভারি দেয়াল ধূমকেতু হল


অথর্ব নদীর পাড়ে সাজানো ছিল যে
সার সার চেয়ার অকাজের লোভে
সেই সমস্ত চেয়ার পড়ল চাপা
অন্ধকার চোরা কুঠুরিগুলোতে
ঘূণপোকারা ফোকর খুঁজে হয়রান
চাপা পড়া কতক দলিত পিঁপড়ে
টাকার জন্য লাইনে দাঁড়িয়ে
দিনরাত্তির হাস্ফাস পদদলিত -


পাহাড় চূড়ো থেকে আচমকা
ভারি দেয়াল ধূমকেতু হলে
পাহাড় দেয়ালের জড়তে কাটে না
কেবল মাটির ক্ষত হয় গভীর -