দুরন্ত গ্রীষ্মের শেষে তুমুল বৃষ্টি এসে
শিরদাঁড়া ছুঁয়ে দেয় রতিক্লান্ত সুখ
সেদিনটি কি চুম্বন বাসর ছিল !
ব্রজশ্রান্ত পথের প্রান্তে ঘোমটামুখী ঘাসে
লেগে থাকে যে শিশির অসূর্যম্স্পর্শা
হাত ছুঁয়ে মনে হয়েছে কোমল নাভিবিন্দু
তোমার বল্লরী ছুঁয়ে ছুঁয়ে জলের ফোটা নামছে
সেদিনটিও কি উন্মাদ লগ্ন ছিল !
অলকানন্দা বিভাজিকা লগ্ন ঠোঁট
যখন মুক্তো খুঁজে বেড়ায়
তরাইয়ের পাহাড়ে পাহাড়ে খোঁজ পড়ে
মৃত্যুঞ্জয় বিশল্যকরনীর
সেদিনটি কি রমণ দিবস একান্ত !


দুরন্ত গ্রীষ্মের শেষে তুমুল বৃষ্টি এসে
ব্রজশ্রান্ত পথের প্রান্তে ঘোমটামুখী ঘাসে
তোমার বল্লরী ছুঁয়ে ছুঁয়ে জলের ফোটা নামছে
অলকানন্দা বিভাজিকা লগ্ন ঠোঁট
সেটিই কি প্রেম দিবস ছিল একমাত্র !