দীর্ঘকায় সুপারী গাছের মাথার উপর
রাত-ঠান্ডা রোদ কিছু শব্দের ঘর বানায়
ঝিঁ ঝিঁ ডেকে ওঠা মনের ভিতর
হু হু বাতাস দুমড়ে দুমড়ে পাড় ভাঙ্গায়
বসে আছি এক দীর্ঘ হ্রদের তীরে
মত্স্যকন্যার শব্দ দেখি সাঁতার কাটে
একা রাত-পাখির জোছনা-ভাসা গভীরে
আমি হারিয়ে যাই দূরে অনেক পেছন
বসে আছি কি নিদ্রায় হঠাৎ ছলাৎ
পাল তুলে দেয় হাওয়ায় চরের শন
উঁহু আহা আমার পাল্টে দেয় দিনরাত -


দীর্ঘকায় সুপারী গাছের মাথার উপর
রাত-ঠান্ডা রোদ কিছু শব্দের ঘর বানায়-