কোণায় কোনো মুক্তো নেই ,
বেল পেকেছে , তারই গন্ধে আকুল


ও ফেলানির মা
তোমার মেয়েটা এখনো যে লটকে গো !


পশ্চিম দিকে গড় লাল হতে পারে
হয় নি , তবু হতে কত ক্ষণ
ওমরাহরা মাথা নুইয়ে দিতে সিদ্ধহস্ত


ও ফেলানির মা
তোমার মেয়েটা এখনো যে লটকে গো !


তাঁরেই তো খুঁজি
যিনি থেকেও কোত্থাও নেই
এই জল তো তাঁর ইচ্ছেতেই সাঁতরায়
বাতাস ধমকি মারে


ও ফেলানির মা
তোমার মেয়েটা এখনো যে লটকে গো !


ভালো লাগে না ছাই
সাড়ে তিন হাত জমিই যথেষ্ট
সব নলি গলে গলে পড়বে
অহঙ্কারগুলো ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে পাকিয়ে
প্রত্যেকটি স্ফিয়ারে একাক্কার


ও ফেলানির মা
তোমার মেয়েটা এখনো যে লটকে গো !


বন্দুকের নলটা এবারে সরাও
আর কতকাল লটকে থাকা যায় !