বাবা ফু দিলে
কেঁপে উঠতো মন্দিরখানা থরোথরো
মা আমার ঘষে মেজে তকতকে করে
বলতেন ধরো ধরো
বাবা বলতেন শাঁখ
মা আদর করে ডাকতেন শঙ্খ
বাবার পর আমার হাতে
ফুটিফাটা গায়ে বলিরেখা অসংখ্য
এখন আমি দিই ফুত্কার
হাতে চেপে জোর
এখনো কেঁপে ওঠে সিংহাসন
এখনো জেগে ওঠে ভোর
পুত্র বলে ফেলে দাও
কন্যা বলে এ তো ফাটা
আমি বলি দ্যাখ চেয়ে
শাঁখ বাজলে কেষ্টা কেমন কাঁটা !
তাই কখনো ফেলি না
যত্নে রাখি আমার ধন
একদিন বাজিয়ে জোড়ে
কাঁপিয়ে দেবো সিংহাসন !