খবরের কাগজ খুলতেই
এক ঝাঁক ভিমরুল ভনভনাতে লাগলো
শরীর ঘিরে
কুত্তারা পাড়া মাথায় তুলেছে
বাহির বাড়িতে
ঘরে শেয়াল পুষে রেখেছি
কার্নিশে লাগানো আলো
আলোময় করেছে লতাগুল্মের উঠোন
হোঁচট-খাওয়া অন্ধত্ব ঘরের ভিতর
সুইচ অন করে আগুনটাকে জ্বালানো যায় নি
এই পিঠে কালো মুখ সারা বছর
ঘুরে বেড়ায় ভিমরুল হয়ে
কুত্তারা পাড়া মাথায় তুলেছে
আলো জ্বালাতে ভীষন ভয়
শেয়ালগুলোকে আপন করে নিচ্ছে যেন ।