এমনটা হলেও অবাক হওয়ার কি আছে বলো তো
তুমি যা দেখছো আসলে তুমি তা দেখছোই না
আর যা দেখছো না , আসলে দেখছো তুমি সেটাই
যেটাকে তোমার সবুজ মনে হচ্ছে সে তো সবুজই নয়
বা যা তুমি লাল ভাবছো সেও লাল ছিল না কোনদিন
আজন্ম যাকে ন্যাংটা দেখেছো তা আসলে তার বর্ম
বা অসম্ভব ভদ্রলোক বলে যাকে মনে হয় তোমার
আসলে সে ভিতর ভিতর দিশাহীন এক হিংস্র জন্তু
আমারও মধ্যে মধ্যে এমন হয় অনুভব করি খুব
যাতে যার এই রং দেখে বিশ্বাস করে ফেলেছি পুরো
তো নিমেষেই সে বেপাত্তা হয়ে অন্য রং হয়ে যায়
সময়ের সন্ধিতে কেউ যদি আমায় বলে দিত এ অসুখ
আমার এই বর্ণান্ধ জীবনের অসুখের উদ্ভট কাহিনী
ত্রিকালদর্শী হলেও হয়ে যেতে পারতাম সেই কবেই ,


বিশ্বাস করো ।


বিশ্বাস না করলেই বা পাগলের কি ঘন্টা এসে যায় !