(অজিতেশ দাদা'র এক প্রশ্নের উত্তরে লিখা কয়েকটি লাইন কিঞ্চিৎ পরিবর্তন করে একটি শিরনাম সহ সবার জন্য উপস্থাপিত হল)


এ আমার পরিচয়, অন্য পরিচয়।
যে নামে চেনে আমায় সবাই
নাম ধরে ডাকে
হাঁকে যারা কাছের, সারগামের স্বরের মাত্রা সপ্তমে চড়িয়ে;
এ আমি সে আমি নই
নই আমি এক্কেবারে।


গা থেকে সরিয়ে নেয়া শার্ট কিসের জোরে নিজের বলে প্রমাণ করা যায়, বল?
তা থেকে যায়, অন্যের ঐচ্ছিক অনুগ্রহের পেয়াদা হয়ে; আমিও তেমনি।


আমিত্ব হারিয়ে নামের পেয়াদা বনে গিয়ে আমি দিব্যি ইতিউতি তাকাই
আনুকুল্যের চাতক যেন।
সব হারিয়ে কিছু পাবার প্রত্যাশা বৃথাই মরীচিকা
সত্য মেনে ধরা দেয় বৃত্তান্তহীন অভিধানে,
কখনও, অনেক পরে;
ততদিনে পার হয় বহুকাল।


সময় গড়ায়ে যার মৃত্যুর মত, না ফেরার দেশে
দেহপ্রসারিনী খুলে নেয় ভেজা অর্ন্তবাস ভ্রুক্ষেপহীন সময়ের মাঝে
মন মাতানো সুগন্ধি সুবাসিত তন্বি শরীরে নেই আর কোন কালিমার দাগ
আমি বসে থাকি আমার আমিকে নিয়ে।


নৈতিক অবস্থানের ঠিক কেন্দ্রে স্থীর থেকে চলা
সত্য ব্যসার্ধের মাপকাঠিতে মাপি নিজেকে
মাপি অবহেলার আনন্দে।