কালো ঝুঁটি বুলবুলিটা
পেড়িয়ে যায় বেড়ার কাঁটা
দেশ ও দেশান্তরে
এ পারেতে যে সুরে গায়
ও পারেতে তাই শুনা যায়
তফাৎ খুঁজি আমরা শুধু হয়না তফাৎ সুরে।


অলোক পানে ভূলোক ছুটে
অনিল আগল তাই যে টুঁটে
নিরুদ্দেশে চলে
আমরা কি তা রুখতে পরি?
বিভেদ তবে কেন করি
দেশ ও বিদেশ বলে?