তুমি আজ কাজল দিয়েছ চোখে
তন্বি নয়নে পরেছ মায়ার হাতছানি
খুব অনাদরে সহজাত লাজে
লোচন তটরেখায় উঠেছে সূর্য ভাজে ভাজে।
ফিকে হলদে পাতার ফাঁক গলে শালিকের পাখায় লুকানো আলোর খেলা সারাটা কপোল জুড়ে
স্বর্ণ মুদ্রার প্রলোভন ডাকে কুড়িয়ে নিতে
যতপার নাও তুলে করতলে নির্ঘুম রাতের সব তারা
ঘোর লাগা কথার ফাঁকে নিবদ্ধ গল্পগুলো ছুটাছুটি করে
ফিরে আসে দম ফুরুবার আগে
তোমায় দেখবে বলে আরেকটিবার।


তুমি কাজল পরেছ আজ।।
নয়ন পল্লবে জমেছে মৌ, ফুঁটেছে আলপনা
এসেছে জোয়ার ভাটির আঙ্গীনায়
ছুটেছে পবন ভ্রান্ত দিকের পানে
প্রস্ফিটিত পরাগের আলস্য গিয়েছে টুটে
বাতাসে মিশেছে মহুয়ার ঢেউ
বিষাদের বারি হয়েছে জল
আজ বুঝি নেবে শুষে সবটুকু তার মেটাতে পিয়াস
চুমুকে চুমুকে ভরে নিতে অন্তরে
চাতকের হাহাকার বহুক্রোশ দূরে
এখনো কান্না বুঁনে পিয়াসী অন্তরে।