এক
হৃদয় মথিত বাতাবরণ, স্তবকে স্তবকে গাঁথা চরণ
তোমার কথা বলে
থাকলে না হয় একটু সরে, দেখবো তবু দু'চোখ ভরে
শব্দ ভাঙার ছলে।


দুই
সহজ কথায় সহজ কথা কজন কহিতে চায়
সহজ কথা বলিতে আনে শব্দের রোশনাই
এমন সহজ করে দিলে বলে এত কঠিনের কথা
কঠিন মথিয়া আনিলে যেন সত্যের সরলতা।


তিন
ডুবিবো আমি তোমার জলে
তোমায় হেরিতে পলে
ভুল এই নেশার তিমির
সব কিছু তুচ্ছ অতি
নেই তবু কোন ক্ষতি
আলো আসে দেখি আগামীর।


চার
এ কি সৌভাগ্য, না কি অপমান?
না কি ক্লেশ?
না কি মিথ্যা সভ্যতা?, বিরাণ?
না কি পোড়া ছবি? মেঘে ঢাকা রবি?
লুকানো সত্যের প্রহেলীকা?
নিদারুন ক্ষেদে, বুকে শেল বিঁধে
চর্পট গালে আসি পরে পাদুকা।


পাঁচ
সতেজ পত্র সবে চাহে শাখে শাখে
ক্লান্তি ক্লেশ মুছে প্রতি প্রভাতে
ঝরাপাতা নহে জেনো কিছু কম দামি
তাতেই লেখা থাকে গান আগামীর
যে পাতা ঝরেগেছে হৃদয়ে তাহার
লেখা আছে পথ দিশা পেরুতে পাহাড়
তারই বুকে ঘুমে শুয়ে শিশু কিশোলয়
শ্যামলে সবুজে আঁকে আপন আলয়।