তোরা সবাই চাস হতে ভাই
হাল আমলের নেতা
মানুষ পেলেই মঞ্চে উঠে
পাড়তে রঙ্গীন কথা।


কথা তোদের নয় যেন তা
বেদ পুড়ানের বাণী
দ্বিমত পোষণ করলে তাতে
হয় তোদের মানহানী।


কথার ধারা এমন যেন
তোরাই ভগবান
তোদের সাথে নাই যাহারা
সবাই বেঈমান।


চাস্ পেতে রোজ সবার সেবা
সবার নমস্কার
না চিনিলে ত্বড়িৎ বকিস
করিস তিরস্কার।


তোদের মেধা আছে কি নাই
তাতে কিছু নয়
কিঞ্চিৎ ভুল হলেই মোদের
নিত্য দেখাস ভয়।


নিজের শক্তি নাই তাতে কি
শক্তি প্রমান দিতে
রক্ত চক্ষুর মানুষ সাথে
পোষীশ দিবা রাতে।

চক্ষু লজ্যা যাস ভুলে সব
পেতে নমস্কার
অশ্রদ্ধার টিপ্পনিই তাই
তোদের পুরষ্কার।