মহাশ্মশানে পাতিয়া আচল
পরম চাওয়াতে আঁখি টলমল
শিব ঠাকুরের দ্বারে
পিতৃ-মাতৃ ভ্রাতা-ভগিনী
ছাড়িয়া হল সে অর্ধাঙ্গিনী
বহুকাল ব্যাপি এ কোল শূণ্য পরে।
দয়া হল দেবে ক্ষুধীত মানবে
জটা নেড়ে তেড়ে শুষ্ক দানবে
হস্ত জাগায়ে মা'এ দিল শুভ বর
বৃষ্টি নামিল শান্ত জলেতে
ঢেউ উঠে জ্বলে নিভা পলতে
যামিনী দামিনী মথিত করে ভরিল পিয়াসী জঠর।
দিন মাস গিয়ে গড়াল বেলা
জায়া গত হয়ে জননীর পালা
অতি এক শুভ ক্ষণে
রাঙাতে ধরাতে পান্ডুরও পাতা
মায়ায় জড়ায়ে স্নেহ প্রীতিলতা
অর্ঘ্য সাজায়ে আসিল পুত্র আঙ্গণে।