কার ছোঁয়াতে কোন পাথারে
কুসুম কলি ফুঁটে
ভালবাসার আবির মেখে
কার চরণে লুটে।


শান্ত হাওয়ায় উড়িয়ে আচল
কোন পবনের নায়
চাঁদের সাথে মেঘের ভেলা
কার পানেতে ধায়।


উথলে উঠে কোন নদীতে
সাগর নোনা জল
তৃপ্তিহীনা পিয়াস জাগায়
সুপ্ত কুসুম দল।


দিনের চাকা সদ্যগত
কোন সে ঈশারায়
রাতের মায়া রাখতে বেঁধে
লালশালুকের গাঁয়।


সকল কিছু তুচ্ছ করে
আবার ধরাতলে
কার মূরতি প্রাতে আসে
হাস্য কলোরলে?