অনেক দূরে হারাতে কবিতায় পথে
সহযাত্রী তুমি
তুমি বন্ধুসম, আস প্রিয়তম
নাটকের শেষ পর্দা টানে
ভাসে মন স্নেহের বানে
শিশির সিঞ্চনে জাগে লোভাতুর ভূমি।
জাগিছে শুভ্র শ্যামল
হাসিতে স্নিগ্ধ অমল
নাশিতে তিক্ত কলুষের নাগ
কলহংসী জলে, জলকেলিতে চলে
সুদূর কোন অাবাসনে মুছে ক্লান্তির দাগ
থেকে যায় ধূধূ, মনের ঘরে শুধু
এ যে মোর অপরাধ
তবু থেক পাশে, কাব্য প্রয়াসে এসে
মনে গুনি এ প্রমাদ।