আচলটা এলোমেলো শালিনতা নেই
উন্মোচিত রূপ হবে অচিরেই
সাত সুরে বাঁধা গান সাধা তানপুরা
নয়নে কাজলের টান পায়ে ঘুঙুরা।


এলোকেশে মিছি মিছি না হয় বেণী
এলাইয়ে নিটোল পিঠে বাঁকা চাহনী
মুগ্ধ নয়নে আনে শতত পিয়াস
আটপৌরের ভাজে রেখে অভিলাস।


মাত্র পেরিয়ে এসে কাঁচা শৈশব
তন্বি গড়নে ধরে রূপ বৈভব
হাতে নিতে হাত কারো চেয়ে মনভরে
হাহাকার উঠে নভে নীলে অচিরে।


স্পর্শে ছুঁয়ে দিলে এ বুক টলে
উঠে পরে দোসরের সিনায় ঢলে
মায়াময় হাসি মাঝে তেজের শিখা
জ্বালাতে নয়ন কোলে আনে ঝটিকা।


নবীন শরমে দিয়ে শিহরিত দোলা
পবন তাড়া'য়ে নায়ে চলে অবলা
আচলে আঁটেনা তার বুকের পানি
গড়া'য়ে উথুলি পরে ভাসে ধরণী।