হেসে খেলে যাপি দিন কোলাহল ভরে
দূরন্ত কৈশর শৈশবে জাগে অভয়ে
বাবার শাসন গলে মায়ের আদরে
ছুটাছুটি করে গেল আপন আলয়ে।
তারি সাথে সহপাঠি পাঠের আসরে
ফাঁকি দিয়ে খেলি মাঠে ফিরে কাঁপি ভয়ে
রাশভারী গুরু অতি এসে কান ধরে
প্রণিধানে পড়িবারে বলে নত হয়ে।


কোথায় হারিয়ে গেল সেই সব দিন
মন মাঝে তারে পারিনি রাখিতে ধরে
কোথায় হয়েছে গত হাসি অমলিন।
অবেলায় আজ শুধু তাই মনে পরে
বিগত সুখের দিন হাস্যে সীমাহিন
অশ্রুতে চোখের কোল আজ উঠে ভরে।