জননী আমার তুমি ওগো জন্মভূমি
সোনায় রয়েছে মোড়া সারা গাও খানি
হেরিয়া তোমার রূপ করে কানাকানি
বিদেশ বিভূঁই ত্যাগি আসি পদচুমি।
এমন কি মণি আছে তোমা চেয়ে দামি
কোথায় মা আছে খাঁটি এর চেয়ে পানি
চিত্তে শান্ত দিতে স্নেহে কোলে আনি
কালিমা মুছে ভালবাস দিবস-যামী


এমত মায়ের কোল জুড়ে শত ব্যথা
অবহেলা মাঝে পরে সব ব্যাকুলতা
দুধের বাঁধন খুলিতে সন্তান বৃথা
ব্রতী রহে ঘুচেনা তার হৃদে শূণ্যতা
স্বার্থের কারনে মোরা এভাবে সদাই
আপন জননী ত্যাজি তাহারে কাঁদাই।