নির্ঘুম চরাচরে, অকিঞ্চন অগচরে
জেগে উঠে বিষাদের ঢেউ
আছড়ে আছড়ে পরে, না দেখার অন্দরে
শুনিতে পায়না কেউ।


সুখের সন্ধানে ফেরা, নিরাকার নভেরা
নিশ্চল নদীর বুকে
পালতোলা স্থির ছবি, মনে ধরে অকৈতবে
অদৃশ্যে বসে আঁকে।


অমোঘ নিয়তি মেনে, তুলে রাখে সঙ্গোপনে
হতাশার অকীক মণি
টুকরো টুকরো করে, মনের দক্ষিণ ঘরে
ভুলে যাওয়া আগমনী।


প্রচন্ড্র তৃষ্ণা লয়ে, নিরুদ্দেশে থাকে চেয়ে
নিস্ফরা মেঘের সন্ধানে
উদাসী মর্তলোকে, নিশিদিন অনিঃশেষে
কৃপা চাহে অকূলতারণে।