ফাগুন এসেছে বনে গাছের শাখায়
নব কিশোলয় আর হরিত পাতায়
রোদের বাতায়নে ভরে চপলতা
দুবাহু বাড়ায়ে ডাকে দিতে শুদ্ধতা
সিন্ধুর অতল মথে আসে চঞ্চল
পবন করিতে ধরা শুদ্ধ অমল।


জাগিছে কল্পদাগে নবীনের সুর
ঝরাপাতে মৃদুবায়ে বড় সুমধুর
কোকিলও এসে গেল পাতা মর্মরে
জাগিল ধরা ফুলে আলো ঝলমলে।


ঝরাপাতে লিখে রাখা সমুখের দিন
বিভাষিত পল্লবে কুসুমে রঙিন
শুষ্ক জীর্ণ পাতে গড়া বিছানায়
অঙ্কুরে আগামীর সবুজ ঘুমায়।


(বিঃদ্রঃ আমাদের আসরের প্রিয় বন্ধু ঝরাপাতা সম্ভবত এখনও সুস্থ হয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেনি। বসন্তের ঝরাপাতার শুভেচ্ছা সহ এই কবিতা তার জন্য)