সুঁতাহীন বাঁধনের সুক্ষটানে
অকাল সকাল ব্যাপি স্মরি বোধনে
রুদ্রাক্ষের মালা জপে চেয়ে আছি
প্রতীক্ষায় আছি, আমি, প্রতীক্ষায় আছি।


কত দূর মাপা পথে
যেতে নারি কোন মতে
রয়েছি হৃদয় দ্বারে, কে বলে দূরে গেছি
প্রতীক্ষায় আছি, জেনো প্রতীক্ষায় আছি।


হেরে গেছি বলে যারা ঠেলে দিতে চায়
ক্রূর দৃষ্টি হেনে অলসে তাকায়
তাদের তুচ্ছ ভেবে সুবাসিত মনে
সমাসিন দৃঢ় হয়ে নিজ আসনে
গলিত নোংরা জলে তাদের ভাসাই
কদাচ কষ্ট এলে অশ্রু লুকাই
লভিতে সুন্দর করে জেগে এই আছি।
প্রতীক্ষায় আছি, শুধু প্রতীক্ষায় আছি।


কেউ বলে আমার মাঝে মরার ভীটায়
শুঁয়োপোকা হুটোপুটি করে শেওলায়
নোনাধরা কাঠামোর সুঠাম দেহে
খসে গিয়ে পলস্তারা আমার গেহে
ভেংচির কঙ্কালে তাদের বলি
স্বীয় নাচে চলে এই আমার ডুলি
কন্টক দূরে ফেলে, সংকট আবডালে
তুলে রেখে অপলক চেয়ে আমি আছি
প্রতীক্ষায় আছি, আমি, প্রতীক্ষায় আছি।