(বিভিন্ন কবির কবিতার মন্তব্যে দেয়া কিছু লাইন এখানে সন্নিবেষিত করা হল:)


এক
পেষনে পেষনে জাগে দূর সমুদ্দুর
নয়নে জাগিয়া চাহে কাঁচা রোদ্দুর
তৃষ্ণায় জাগে সুখে কাব্যিকতা
বলে কি বুঝানো যায় হৃদয়ের কথা?


দুই
ভালবাস ধরেছি ছোট্ট হৃদয়ে
যতটা পারা যায়
কথার কি এমন সাধ্য আছে
সে কথা বুঝায়।


তিন
এমন করে ডাকলে পাছে
হয় কি আবার ভুল
রাত জমেছে চাঁদ উঠেছে
প্রস্ফুটিত ফুল
পাতার নিচে জোনাক বসে
দম ফুরিয়ে আসে
ক্ষণিক পরে ঊষার তোড়ন
পূব আকাশে হাসে।


চার
কাব্য আমারে আজ দিয়েছে অভয়
প্রতিক্ষার প্রহর গুনে গুনে
অঙ্কুরিত নব্য প্রতিমা কোন
অবসরে আসবে কাছে নিশ্চয়।


পাঁচ
বিদীর্ণ তিমির আজ চাবুকের ঘাতে
আঁধারের বাণে নয় বজ্রনিনাদে।