এক
ছন্দ আজ প্রায় উধাও
কোথায় বল পাই
বললে হেসে গুল করোনা
কে বলেছে নাই।
একটু দেখ কিয়ৎ দূরে
ঐ উঠুনের গায়
শালিক নাচে পায়ে পায়ে
কাব্য রচে তায়।


দুই
আজ উঠিব জেগে, রণহুংকার যোগে
দেখিব কে কোথায় আছে, ঠেকায় আমায় কে
দেখিব কাহার আছে তাজা প্রাণ, কেড়ে নিতে আসে আমার শ্মশান, আমার নিদান দিনে
আঁচলের বায়ে আনিব উড়া'য়ে, কুন্তল দি বাঁধিব তাহারে, নজরে আনিব কিনে।


তিন
গিয়াছে অনেক দিন, হল কত কাল
সকালের রবি নামে, সমুখে বিকাল
সময়ের হাত ধরে, নিত্য দামে
বিকোয় যা আজ ছিল, কাল গুদামে
তেমনি কানা কড়ি, একদা সচল
জুগের সাথে হল, আজিকে অচল।


চার
তেপান্তর পানে মেলে দিয়ে পাখা
ছিন্ন পালকে রেখে যাওয়া গাঁথা
পলকে জাগিয়া কয়
তোমাদের মনে গুমরে যে গীতি
সানাইয়ের ছড়ে বাজে দিবা রাতি
ব্যথা সে কি মোর নয়?
আবার জাগে আশার তিমিরে
তপন সহাসে ধোঁয়াশা চিরে
গড়িতে নতুন বাস
কুজ্ঝটিকায় দলিত সহায়
পথ বলে ডাকে আয় ছুটে আয়
বিনাসী সর্বনাস।


পাঁচ
আমার কাছে আরকিছু নাই
আছে শুধু প্রেমের জল
সে জল ধরি দু'হাত পেতে
ভেজাই তাতে করতল
এ পথ দিয়ে যাবার কালে
সময় তোমার হয় যদি
একটু থেমো, ভিজতে দেব
আমার করের পোষ নদী।'