কৃপণ সময়, গুনে গুনে পদক্ষেপ
ভ্রুক্ষেপ নেই
সসীমে দেখা অসীমের টান
বাঁধা তার বহুতেই।
দিনমনি জাগে তার ঈশারায়
ঊর্মিও তাথৈ নাচে চটুলতায়
সময়ে আলিঙ্গনে
নেই ক্ষমা অতি ক্ষুদ্র মিনতী
তুচ্ছ অকিঞ্চনে।
কেমনে এমন দক্ষিণা দুয়ার
খুলে দিয়ে হল এতটা উদার
আমার ঊষর দিনে
ভাবি মনে হল এই বুঝি ভোর
হিসাবে হয়েছে বহুদিন পার
চকিতে দেখি গুনে।
আমার তরে এমত দয়া
কোথা হতে এল অলীক মায়া
জড়াতে ইন্দ্রজালে
নদীর বুকে বয়ে কত জল
কাব্য ভাসিল অশ্রুসজল
নিমেশে অতল কালে।