যদি আসে সে ফিরে অনেকের ভীড়ে
আবার নতুন করে
মেলে দিয়ে পাখা এসে দেয় দেখা
আপনার আপন ঘরে।


নিও তারে তুলে সযতনে কুলে
সোহাগের আঁচল পাতি
নিও হৃদি পরে সৌরভ ভরে
করে তারে চিরসাথী।


তবে জেন সে তোমারই যে
নচেৎ অন্য কারো
হাহাকারে নয় মনেতে অভয়
রেখে তারে ভুলে যেও।


প্রাণের সখারে যে কোন প্রকারে
রাখিতে আপন ঘরে
নিয়ত প্রয়াস বাড়ায় হুতাশ
জীবন বিমুখ করে।


তাই বলি দাও বাঁধন লুটাও
গগণে উড়াও প্রেমে
হাসি গানে ভরা সুখের পায়রা
পাশা পাশি এক ফ্রেমে।