ডাক পেয়েছি যাব তোমার ঘর
তোমার বাড়ীর আঙ্গিনার পর
ফুটেছে শুভ্র বেলি
মিতালী জমেছে নিম ফুল সাথে
নিশুতি জাগিয়া কথা কয় রাতে
ঝুমকো জবার কলি।


উঠান ডিঙ্গিয়া এক কোন জুড়ে
দুর্বা হাসে কাঁচা রোদ্দুরে
উজ্জল দ্যুতির হীরার মুকুট পরে
দীঘল কেশের মেঘের জায়া
ভার করা মুখে রাজ্যের মায়া
অঞ্জন কোনে কান্না উঠেছে ভরে।


শালিক লয়েছে পাখায় জড়ায়ে
সোনার কিরণ কুড়ায়ে কুড়ায়ে
ভোরের নরম রোদে
তরুর শাখায় বাতাসের হাল
মৃদু ঝটকায় তুলে দেয় পাল
শান্ত আকাশ নদে।


তাদের দেখিতে হৃদয়ে লভিতে
আমায় নিয়েছে ডেকে
কোলাহলহীন শান্ত অনিল
তন্দ্রা বিধূর বাঁকে।