পুড়ে গেছে নভে নীল শাড়ি
সজনে ডাটার রঙএর মাঝে ছোপ ছোপ কালির আঁচর
ধূষর হয়ে গেছে বিমূর্ত সময়ের টানে।
যতদূর যায় চোখ বিস্তৃত নীলিমার আঁচল বিছানো মাটি
মসৃন আলেয়ার সাথে দূর থেকে কথা কয়
বেদুইন মেঘের সাথে আড়া আড়ি প্রতিশোধ স্পৃহা নিয়ে
তেজঃস্বি কিরণবালা ছড়ায় রূপের বাণ
চ‌ৌদিকে জানান দিতে তার আগমন।
প্রচন্ড ধমকের সুরে ভেসে আসে ঘাম
শরীর নিংড়ে নিয়ে তারে দেখিবারে আগে
থেমে গেছে কোলাহল, স্থবির; স্তানু যেন।


সুঁতার লাটাই লয়ে ঘুমের দেশে গিয়ে নির্বাসন দেয়া'র রাণী
অযতনে ফেলে গেছে নীলাম্বরি শাড়ি বাতাসের আদুল গায়ের পর
নীলে নীল, সুবাসিত নীল আংশুর প্রখর কণায়
বিভাষীত উৎসারিত তেজের তুফান।


কাঠ ফাটে, মাঠ ফাটে খর রৌদ্র তাপে
নিমেষে জীবন বারি শুকায়ে যায় নবীনার নিড়ে
প্রতিক্ষায় চুপচাপ গুনে দেখে ক্ষয় হওয়া প্রতি কণা
জমানো সঞ্চয় কতটা হারালো অঝরে।


শাড়ির জমিন পরে সোহাগের দাগ এখনো রয়েছে অঁটুট
তিমীর বিদারী আলোকবর্তীকা বাঁধা এখনো রয়েছে পাড়ে
প্রসারিত বুকে ঝকঝকে রোদে ভেসে এসে তুলতুলে মেঘ
জমেছে নিবির প্রেমে
ছোট ছোট দলে কালো কালো ঢিবি হয়ে।