শ্বেত পাথরের পেন্ডুলামে
জীবন প্রদীপ দোলে
হতাশ কায়ায় আশার খেয়ায়
সময় নদীর কূলে।
এ পাড় বসে ও পাড় চাহি
অথৈ অঠাই জল
পারাপারের সহায় যেন
প্রয়াস ডিঙ্গার বল।
দ্বিধার পাহাড় সংশয়ে তার
মনের বসত ভীটে
নিঃস্ব হয়ে হারিয়ে যাবার
কাঁপন আনে লুটে।
হাওয়ায় ভাসা অমল হাসি
আশায় ভরে বুক
পেরিয়ে গিয়ে মৃত্যু সলিল
লভীতে জীয়নালোক।