চৌচির জ্যাৎস্নায় ভীজে গেছে হিমায়িত সুখ
নীরব জলের প্লাবন তলে
এক সাথে সারি সারি প্রহেলিকা, অন্ধকারে লুকানো হাসি
চাঁদের কুয়াশায় মিশে থাকা জোনাকের গায়ের রঙ
সব ভেসে গেছে কর্পূর শুভ্র ইন্দ্রজালে।


তাজা কষ্টের চাতাল উঁচু ঢিবি, তাল তাল পরে আছে জীবনের পাটে
নিজেই নিজেকে বলে এ তোমার, শুধুই তোমার দায়
বয়ে নিয়ে যাও, চল, বেড়াও হেঁটে
ভীষম ভারে কুঁকড়ে যাওয়া কশেরুকার দীঘল সারি আর পারেনা যেন
ক্লান্ত, ভীষণ ক্লান্ত আজ
আঁধারের মাঝে একা একা জেগে থাকা বেহিসাবি অবক্ষয়ে
ক্ষয়ে গেছে দুর্বিনিত ইচ্ছা প্রবল ত্রাসে
নিমগ্ন প্লাবিত কালের জলোৎচ্ছাসে।


প্রাতের আলোর খেলায় রিক্ত হয়েছে দিন
মধুকর নেই আর বুকে
রয়েছে পরে সর্ষের ক্ষেতের সারি
শুধুই রঙের বাহার, বাহাদুরি রয়েছে বাকি; আর সব শেষ
চোখের তারায় স্বপ্নের লুকোচুরি
প্রহসনের চন্দ্রালোকের শীষ
আজও জেগে আছে নিতান্ত না পারার দায়ে।