দক্ষিণে মারে শেল উত্তরে পরে
নিষ্ফলা ক্রোধ ফেটে পরে চারিধারে
লাঞ্ছনা, বঞ্চনা নিপীড়ন ও ভয়
বাঁচিবার প্রত্যয় মুছে সংশয়
ত্বরা এসে মনে জমে নিপিড়িত ক্রোধে
অন্যের প্ররচনা বাঁচ প্রতিশোধে।


উত্তরে বসে বসে হাসে রুদ্দুরে
স্বল্প বসন গায়ে সৈকত জুড়ে
মাথার উপর পাতা মোড়লের ছাতা
মাতে তাই উল্লাসে বৃথা মানবতা।


তার গায়ে কেন দিল সুঁচের ব্যাথা
সেই জোড় অজুহাতে জাগে উন্মোত্ততা
তুলে লয় হাতে  যত অধুনিক তুণ
নির্দয়ে ছুড়ে মারে ক্রোধে দশগুন।


তোরা মর সবে যার হাতে বন্দুক
রক্তের স্রোতে কেন ভাসে শিশুর বুক?
তোরা কেউ দিবি কি এর উত্তর
মানুষের নামে যারা পশুর দোসর?