মৃত্যু আজ অস্পৃশ্য হেথায়
মেতেছে উল্লাসে
নতুনের পানে নবিনার লাগি
সৃষ্টির অভিলাসে।


থমকে গিয়েছ রাত
প্রণয়ের ঘাত
ক্ষনিক এখনো বাকি
জীয়ন পিয়াস ছিড়ে
হৃদয় মঞ্জিল পরে
তৃষ্ণা জড়ানো আঁখি
সীমার বাঁধন ছিড়ে
পলকের অগোচরে
চেয়ে দেখে দিয়েছে কতটা ফাঁকি।


শত জনমের সাধ
এ বন্ধন জুড়ে থাক
নয়নে শরমে ধরিতে লাজুক হাসি
তুচ্ছ সে কথা
পাপের পঙ্কিলতা
শুধু বলি ভালবাসি ভালবাসি।