দুঃখ ব্যাথা যেমন আছে থাকবে চিরন্তর
গ্লানির ভারে  ‌ন্যূজ ধরা নিত্য চরাচর
বিভেদ গুলো থাকবে যথা অভিমানের ফাঁকে
কান্না হাসির গোলকধাঁধায় জীবন ঘূর্ণিপাকে।


মনের মাঝে মানবতার কূলভাসানো স্রোত
কালকে ছিল আজও আছে রবেও তদ্রুপ
সিমার গেছে অন্তর্ধানের লক্ষ সিমার রেখে
ভাবনা জুড়ে কুট বাসনা শুভ্র হাসি মুখে।


মহানবীর মহানবাণী সদাই জীবন ময়
বেদ পুরাণে যত্নে লিখা আছে পাপের ভয়
মানব জীবন দয়ায় ব্রতী সর্বজীব তরে
মহামতি বুদ্ধ বলে যায় প্রতিটি ঘরে
ক্ষমা কর, ভালবাস, জীবন পেতে হলে
স্বীয় জীবন ক্রুশে সপে যীশু গেছেন বলে।


স্বার্থ বিবাদ মিথ্যা দোহাই লোভে সর্বনাশে
মানবতা ভুলে চলে মোদের পাশে পাশে
সবকিছুকে ঝেটিয়ে ফেলে তাকাই চাঁদের দিক
আজকে হাস কান্না মুছ আজকে খুশির ঈদ।


বি:দ্র: সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা