সুখের দামে বেচবো তোমায়
এমন কারো কাছে
তোমার চাওয়ার মূল্য দেবার
সাধ্য যাহার আছে।


আমার অতি ক্ষুদ্র ঘরে
ভাঙ্গা চাল আর চুলো
তক্তা পাতা শিয়র জুড়ে
জীর্ণ মলিন ধূলো।


দু'বেলা কি জুটবে আহার
দুঃখের নিদান দিনে
সেই ভরসা পাইনা দিতে
তোমায় সুখের ক্ষণে।


সোনার গায়ে তোমার যেন
দাগ কোন না পরে
হৃদয় চিরে পাষাণ ভরে
দিলাম দূরের করে।


দূর হতে তাই তোমায় দেখি
পুলক ভরা বুকে
কষ্ট পাহাড় আমার থাকুক
হারাও তুমি সুখে।