রেখেছি আকাশ খুলে
যতদূর যায় চোখ যতদূর সীমা
অন্তহীনের পথে খোলা নীলিমা
পাখার ভেলায় ভেসে যেতে হেসে খেলে।
যাও পাখি যাও উড়ে শৃংঙ্খল খুলে
মৌন বারণ ভুলে
সিন্ধু সমির গহীনে, গহীনে, দূরে
কূহকের গানে চড়ে, পুলকিত, প্রীত অন্তরে
জোনাক জাগা রাত্তিরে।
নাহি কোন দায়, নাহি অনুযোগ
ফিরে আসিবার, দিতে দায় শোধ
প্রান্তর ভেদী স্বপ্ন বুঁনিয়া
দিনু তারে নিতে আপন চিনিয়া
যাও পাখি তুমি খুজে লও জমি
দূর হতে চেয়ে অঞ্জন চুমি
করি এই অনুরোধ।