কদম শাখায় পুষ্প পাতায়
হিন্দোলিত মেঘের সাঁজ
সূর্য ঊঁকি দেয় নিরালে
লুকিয়ে আলোর প্রখর ঝাঁজ।


গোমরা মুখের আঁধার নেমে
আচ্ছাদিত সবুজ বন
পাতায় পাতায় কানাকানি
পাখির ডানায় আলোড়ন।


আপন কুলার গভীর ছাঁয়ায়
জড়িয়ে স্নেহে পাখির দল
নিবিড় প্রেমে সোহাগ নিয়ে
করে মৃদু কলোরল।


অভিমানের আগল টুঁটে
দিক ছাপানো জলের নাচ
টাপুর টুপুর মাদল তালে
ভাঙ্গলো বুঝি দেয়ার লাজ।


গভীর গলার নিনাদ ভাসে
ধমন দিয়ে দেখায় তেজ্
আলোর খেলায় স্বর্গ হতে
ধরায় নামে ধবল লেজ্।


মেঘের রাণীর সোহাগ ঘুমের
পড়ল তাতে হঠাৎ ছেদ্
স্বচ্ছ তীরের হলকা বাণে
শান্ত করে সকল খেদ্।