এ নহে ত্যাগ বন্ধু, এ নহে অভিমান
এ যে না পরার দায়, না জানা উপায়
রাখিতে যতনে ভালবাসার সম্মান।
দিয়েছি তাহারে তুলে
দিয়েছি হাল, দিয়েছি পাল, বেঁধে নিতে মাস্তুলে।
পথের দিশার লাগি
আলো আঁধারে জাগি
সূর্য চন্দ্র তারার বাতি
তিমির বিদারী মন্ত্রনা গিতি
নিরবে কাঁদিয়ে তাও দিনু চিরতরে
রাখিলার করে সদ্য ফোটা
শিউলির বোটে রঙের ফোঁটা
শুধুই নিজের করে, কবিতায় মুড়ে।