বা!
বেশ,
ছড়ালে
রূপাবেশ।
কুন্তল মেলে
পলকের পলে
দিলে বিনুণী খুলে,
আঁধার উঠিল দুলে
তন্বি তটিনী উছলিয়া
তীর ভাসায়ে হরিৎ জলে।
সমুখে এমন নদী আসিয়া
ডাকিল আমারে স্রোতে ভাসিয়া
ভুলে পঙ্কিল গ্লানি বহুদূর যেতে
অতল গহীন কোন এক নিরুদ্দেশে
বিমূঢ় হয়ে তাকিয়ে এই কুন্তলাকাশে।