আমি যাই পথে সাথে সে হাটে আমার
তাকে রেখে উপায় তো নেই পালাবার।
সকালে উঠিয়া জোটে মোর সাথে সে
আমি না জাগিলে দেখি সেও আসলে।
দাতইয়ের ডাল পারি নিতে বাসি মুখে
লাফিয়ে কাপড় ধরে কাছে এসে শুঁকে।


সকালের কাজ সেরে অন্নের থালা
কাছে আনিতে তার বাড়ে পেটে জ্বালা।
আধা আধি করে সারি সকালের ভোজ
দিনের শুরুটা হয় এভাবেই রোজ।


প্রাতরাশ সেরে ছুটি পাঠ নিতে স্কুলে
সেও আমার সাথে চলে হেলে দুলে।
পড়ায় নাই মন তবু সাথে যায়
আমি হারায়ে গেলে কি হবে উপায়।


দুপুর গড়ায়ে গেলে ফিরে আসি বাড়ী
খেলায় না নিলে করে মোর সাথে আড়ি।


বাড়ির উঠোন শেষে থাকে ফুলমতি
ঠিক থাকেনা প্রায়ই তার মতিগতি।
মনে তার একটু ঠাঁই পেতে চাই
তার কাছে একা যাই তার চান্স নাই।


মন কয় মারি কষে কান বরাবর
জোরে টানিয়া লইয়া এক হাতে চাপড়
ভোর হতে শুরু পরে ডুবে দিবাকর
একে একে দীপ জ্বেলে সাজে প্রতি ঘর
আধারে মিলায়ে গিয়ে ভাবি সে নাই
পায়ের পশমে স্নেহে তার ছোঁয়া পাই।