আত্মহত্যা
অজান্তা!
খুব ভয় করে
বড় বেশি একা লাগে
কেন লাগে?
সিড়িতে বসে রাতে ঘনমেঘের ঘোরে আতঁকে ওঠি,
ক্ষতটা বেশ হয়েছে টের পায়নি,
নাকে পচাঁ মাংসের গন্ধ লাগে
তোমার কাছে কিছু একটা অন্তত মিথ্যা চেয়েছিলাম শূধু বাচাঁর জন্য,
ঝেড়ে কাশঁতে গিয়ে নাড়িবুরি বেরিয়ে আসা দেখে,
ভেবেছি তোমার কাছে আর কিছু চাইব না,
না সত্য না মিথ্যা
বলতে পার তোমার কি সর্বনাশ হয়েছে,
দিব্যি হেটে চলেছ তোমার পথে,
পৃথিবী ছাড়া
তোমার জোছনা ছড়িয়ে পড়ুক
গ্রহগূলোকে প্রজ্জ্বলিত করে তাদের উল্লসিত কর,
অপেক্ষমান সন্ধ্যায় সর্পিল ঘূর্ণনে মহাবিশ্বের একটি পৃথিবীর আত্মহত্যা তেমন কিছুনা