মমতাহীন মায়াবী এ শহর
কংক্রিট,ইট আর পাথর
এর মাঝে চাপা পড়েছে অন্তর
এ সত্যিই এক আজব শহর।।


স্বাপ্নিকেরা স্বপ্ন দেখে-
হাজারো স্বপ্নের রং মেখে
স্বপ্ন যেন হবেই পূরণ-
না হলে হৃদয়ে রক্তক্ষরণ।।


মানুষগুলো ছুটছে, শুধু ছুটছে!
কোন আলেয়ার পিছে পিছে?
সকাল-সন্ধা অবিরাম চলেছে ছুটে
ভোরের আলো ফুটতেই সব মিছে!!


এখানে ধান নেই রাশি রাশি,
আছে গাড়ি-বাড়ি সারি সারি ;
রাস্তাঘাট সবই পাকা পাকা
অন্তরে সুখ নাই, সব যেন ফাঁকা ফাঁকা!!


সত্যিই!  আজব শহর ঢাকা!!!


কল্যাণপুর, ঢাকা
০১/০৮/২০১৭ খ্রি:।