মেঘে মেঘে প্রেম হয়েছে
আকাশের বুক চিরে;
শূন্য আকাশ কাঁদছে অঝোর
তিস্তা নদীর তীরে।।


চোখের জলে ভাসছে নদী
স্বপ্নময় ছুটে চলা;
কখন যেন যাবে থেমে
জীবন নদীর ভেলা।।


নদী আজ বড় অসহায়
যৌবনে পড়েছে ভাটা;
একজীবনের পাপ যত সব
দিচ্ছে ভীষণ কাঁটা।।


কাঁদছে নদী, কাঁদছে আকাশ
করছে হিসেব পাকা;
এজীবনের সবি ছিল ভুল
লাভের অংক ফাকা।।


(রুপক কবিতা)
১০-৮-১৭