তোমাদের কাউকে কিছু না জানিয়ে
একদিন চলে যাব, না ফেরার দেশে;
যমদূত এসে মহা তান্ডবে নিয়ে যাবে আমায়,
সেদিন কিছুই বলব না, বিপন্নচিত্তে সপে দিব নিজেকে।


হয়ত সেদিন, এ ধরায় মুষলধারে বৃষ্টি হবে,
তোমাদের চোখে, অশ্রুবন্যা হয়ে পরবো ঝরে;
হয়ত সেদিন, প্রখর রোদে শুকিয়ে যাবে প্রকৃতি,
আমি মহাসুখে চলে যাবো, পড়বে মনে সুখস্মৃতি।


হয়ত সেদিন, মেঘগুলো উড়ে যাবে বসন্তের আকাশে,
উঠব ভেসে তোমাদের মনে নবরুপে;
কৃষ্ণ রংয়ের কবুতরগগুলো, কোঁ কোঁ  করে ডেকে উঠবে,
শ্যামলিমাময় মায়াবতী পৃথিবী, থাকবে অন্ধকারে ঢেকে।


হয়ত সেদিন, কৃষ্ণচূড়া ভরে উঠবে ফুলে ফুলে,
তোমরা যাবে আমার সকল অন্যায় ভূলে;
বনের কোকিলা গাইবে আপন মনে, শহরের কাক ডাকবে খোলা তারে,
তোমরা আমায় নিয়ে যাবে কবরখানা বা শবালয়ে।


আমি চলে যাব, দূরে বহুদুরে তোমাদের ছেড়ে,
আর দেখা হবে না, কোন কথাও হবেনা;
ঝড়ে যাওয়া ফুল, পাতার মত চিরতরে যাবো হারিয়ে,
অনেক কথাই অব্যক্ত  ছিল, শোনবার ছিল।


হয়ত, ভূলে যাওয়া গানের মত হয়ে যাব বিস্মৃত,
নয়ত, তোমাদের ক্যানভাসে, আড্ডা, গল্প, গান, কবিতায়,
গদ্যে, পদ্যে আর-
সবার ভালবাসার টানে পেয়ে যাব অমরত্ব।