♣          
             সমুদ্রের গভীর তলদেশে গেলাম
          অক্টোপাস আর নীলতিমির রাজত্বে
               একটু শান্তি পাবার আশায়,
               তাতে কি, লাভ হলো কিছু?
                   না, কোন লাভ হয় নি!
       বড়রা, দুর্বল আর ছোটদের গিলে খায়!
                   সেখানে শান্তি নেই!
          নাহ, সেখানে আর এক মুহূর্ত নয়।


          তাহলে এবার অরণ্যদেবীর কাছে যাই,
                 হ্যাঁ, সেখানেই যাওয়া যাক,
  একটু শান্তিতে থাকতেই হবে, শান্তির বড়ই অভাব,
                 চরম শান্তিসংকটে ভূগছি।
                 গহীন অরণ্যে চলে এলাম
        কিন্তু, কী হলো? এবারো কিচ্ছুটি হলো না!
      বাঘ মামা আর সিংহমামার দেশেও শান্তি নাই
           এখানেতো বড়রা, দুর্বল আর ছোটদের -
               একেবারে চিবিয়ে  চিবিয়ে খায়!


              মানুষের সমাজটা আগেই দেখেছি
এখানে শান্তির ছিটেফোঁটাটি নেই, কোনদিন ছিলই না!
          এ সমাজের কেউ শান্তিকে দেখেই নি কখনো,
               তবুও তারা শান্তি খুঁজেছে সহস্রবার!


তবে একটা সুখের কথা হলো-
       প্যারোলে মুক্তি পেয়েছে অনেক শ্বেতী কবুতর
আর ওদের বড়রা ছোটদের গিলে বা চিবিয়ে খায় না!
      ওরা ভালবেসে, পরমাদরে, ধীরে খুব ধীরে খায়
          যত্ন করে চুষে খায়, একদম চুষে চুষে খায়,
    কেউ কেউ আবার বড়দের ঠোটমুখ চেটেও দেয়!
ভদ্রসমাজ চাটাচাটি আর চোষাচুষিকে বাস্তুসংস্থান বলে,
               এটা নাকি টিকে থাকার লড়াই,
      বাস্তুসংস্থান, সত্যিই খুব চমৎকার! বাস্তুসংস্থান!


                                  ১২:০৮
                             ১৩-১২-২০১৭