বোকা লোকে ধোঁকা খায়
চালাকচতুর ধোঁকা দেয়।


আবুলের ব্যটাও চালাক হইছে
গত বছর গার্মেন্টস গেইছে
ঢাকা শহর দেখিয়া আইসছে
আবুলের ব্যটাও চালাক হইছে!
আর কত দিবেন ধোকা
আবুল্যারা নোয়ায় আর বোকা
ওমরাও জানে চাউলে কিরকম পোঁকা
কাওয়ে আইজ আর নোয়ায় বোকা;


মেছেরের বেটি অইফছার হইছে
মেলাগুলান পাশও দিছে
মেছের এদি আর আইসে না
কারও কোন কতা শোনেনা
তাকও আর লাইনে রাখা গেলোনা।


মকবুল সালা, ভীষ-ম ট্যারা
কতা দিয়াই বেরোয় ছোড়া;
খালি কতায় আর বোঝেনা
সইন্ধা হইলে টিভি ছাড়েনা,
দ্যাশের খবর সবেই শোনে
আর সারাদিনমন বাড়া বানে।
নেতা এইবার টিকপেন ক্যামোনে!


নেতা তোমার খবর আছে!
আমি নোয়াই,  মতিনের ব্যাটা কইছে;
আমতলাটা চিল্লি ফাটাইছেন
পাবলিকের মাথাত ব্যাল ভাইংছেন'
জনগনের কাজের টাকা,
সব নেতায় ফেলাইছেন ভাগা;
নেতা, চলেন পালাই ঢাকা!


ওহহো নেতা, বুদ্ধি করেন,
কারও বাড়িত নাই কারেন;
জান বাঁচাইলে তাড়াতাড়ি সারেন!


বা-প-পো-রে
ব্যাগ, বাটি সব গোঁছায় আছে দেখি,
দেলটা ধরফড়ায়, কিছু কন তো ভাবি?
---;
আল্লায় বাঁচাইল, তোমরা তাইলে দিল্লিগামী!
আমি তো এইল্লার কিচুই না জানি?


ছোরতন আর ছোরতনের মাও
বাড়ী যায়্যা টোপলা-টুপলি গোছাও;
----;
কি কন ভাইজান!
সারাজীবন কইরলাম তোমারে গোলামি
এই ঘোর বিপদের সমায়-
বউ, ছাওয়া নিয়া কোতায় যামো আমি?
নেতা, নেতা ও নেতা........................:


ছোরতনের মাও,মাথাত পানি দেও
গোলামি করিয়া নেতার,
ছোয়াপোয়াক বানাইলাম চামার;
সব মাইনষে হইলো চালাক
আমি হয়া থাইকলাম হালাক,


শ্যাষ সমায়ে দিল নেতা, এত্ত বড় ধোঁকা,
হিসাব করিয়া দেকি এলা---
আমি'ই ভীষ-ম বোকা  !!!


("প্রিয় মঞ্জুবাক" কবি'কে আমার তরফ থেকে উপহার )